সামরিক ক্ষমতা বৃদ্ধি এবং নৌবাহিনীর উতকর্ষতা বাড়াতে প্রথমবারের মতো সাবমেরিন কিনছে বাংলাদেশ সরকার।
রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তির পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
সম্পূর্ণ বাংলাদেশী উদ্যোগে তৈরি যুদ্ধজাহাজ উদ্বোধন করার পর এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা বাংলাদেশ নৌবাহিনীর জন্য বন্দর সুবিধাসহ সাবমেরিন ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছি।”
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এর বরাত দিয়ে সংবাদ মাধ্যম এএফপি এবং ক্যাপিটালএফএম এ তথ্য জানায়।
তিনি আরো বলেন, “আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য আধুনিক নৌবাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর। তাই উপকূলীয় অঞ্চলে ত্রিমুখী প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন নৌবাহিনী গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
প্রধানমন্ত্রী জানান, সমুদ্র সীমায় অবস্থিত গ্যাস এবং তেল মজুদের নিরাপত্তা জোরদারে সাবমেরিন ক্রয় করা হবে।
সম্প্রতি রাশিয়ার সঙ্গে প্রায় আটহাজার কোটি টাকার সামরিক চুক্তি করে বাংলাদেশ। এ চুক্তির মাধ্যমে রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ক্রয় করবে বাংলাদেশ।
সামরিক বিশ্লেষকরা জানান, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর এটিই সর্ববৃহত সামরিক চুক্তি।
সাবমেরিন ক্রয়ের সময়সীমা এবং কোন দেশ থেকে তা ক্রয় করা হবে সে বিষয়ে কিছু বলেন নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে একজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানান এ বিষয়ে চীনের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।