বিপিএলের শ্বাসরুদ্ধকর ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটরসকে হারিয়েছে সিলেট রয়্যালস। মুশফিকুর রহিমের অপরাজিত অর্ধশতকে তারা সাত উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।
খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে আগে ব্যাট করে আট উইকেটে ১৫২ রান করে ঢাকা গ্ল্যাডিয়েটরস। মোহাম্মদ আশরাফুল ৩৮, এনামুল হক ৩০ ও ড্যারেন স্টিভেন্স করেন অপরাজিত ২৯ রান। দুটি করে উইকেট নেন ডির্ক নানেস ও মোহাম্মদ নবি।
জবাবে মুশফিকুর রহিমের হার না মানা ৭৫ রানের কল্যাণে তিন উইকেটে হারিয়ে গন্তব্যে পৌঁছায় সিলেট রয়্যালস। এছাড়া মমিনুল হক ৩৭ ও অপরাজিত ২৫ রান করেন নাজমুল হোসেন মিলন।