আজ || বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন       গোপালপুরে বিলুপ্তপ্রায় হেমনগরের গোয়ালবাড়ি খাল       গোপালপুরে যমুনার চরাঞ্চল ঘিরে সম্ভাবনার দুয়ার    
 


বিএনপি-জামায়াত কেবল দেশ নয় ধর্মেরও শত্রু : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, এক শ্রেণীর মানুষ এখন পথভ্রষ্ট হয়ে গেছে । সেই পথভ্রষ্ট শ্রেণী  যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য  মরিয়া হয়ে উঠেছে । তারা কেবল দেশের নয় ধর্মেরও শত্রু ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে রেজভীর দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় অনুষ্ঠনে আরও উপস্থিত ছিলেন  সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ এমপি , ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, তরিকত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য আমীন রেজভী প্রমুখ ।
নবী (সা:) এর প্রেমই ঈমান আর নবী করিম (সা:) হচ্ছেন আল্লাহর ছায়া উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশে তাঁদের দেখানো রীতিনীতি কায়েম থাকলে আজ বাংলাদেশের মাটিতে এত হত্যা, রাহাজানি, নির্যাতন হত না ।
তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ । কেননা নবীজী না হলে কিছুই সৃষ্টি হত না । ফেরেশতার ভিতর থেকে যেমন শয়তান হয়, ঠিক তেমনি মানুষের ভিতর থেকে যুদ্ধাপরাধী হয়, নির্যাতনকারী হয় বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!