পুলিশের আকস্মিক হামলায় বরিশালে ১৮ দলের সমাবেশ পণ্ড হয়ে গেছে।
শুক্রবার সকাল ১১টায় বাকশাল দিবস উপলক্ষে নগরীর অশ্বিনীকুমার টাউন হল চত্বরে সমাবেশের আয়োজন করে বরিশাল ১৮ দল। শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহিয়ার মুক্তির দাবিতে মিছিল নিয়ে সমাবেশে প্রবেশকালে আকস্মিকভাবে শিবির নেতাকর্মীদের ওপর হামলা চালায় পুলিশ। শিবিরকর্মীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে উভয়পক্ষের সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়।
বরিশাল মহানগর শিবির সভাপতি আবদুল্লাহ আল নাহিয়ান জানান, তাদের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ চার শিবির নেতাকর্মীকে আহত অবস্থায় আটক করেছে বলে দাবি করেন তিনি। আহতরা হলেন পুলিশ কনস্টেবল মুক্তা, শিবির নেতা কাওসার, ফিরোজ, মহিউদ্দিন, তরিকুল ইসলাম, মাহেদ, শরীফ, সুজনসহ ১০ জন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, শিবির পুলিশের ওপর হামলা চালালে পুলিশ অ্যাকশনে যেতে বাধ্য হয়।