চট্টগ্রামের মিরসরাই উপজেলা জামায়াতের (উত্তর) সাবেক আমীর ও সংগঠনটির রুকন অধ্যাপক ফজলুল করিমকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় উপজেলার বারইয়ারহাট এফ. কে স্কুল এন্ড কলেজ থেকে মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়েরের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) আবুল খায়ের জানান, ফজলুল করিম দ্রুত বিচার আইনে মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৪ ডিসেম্বর সারাদেশে জামায়াতের হরতালের সময় গাড়ি ভাংচুরের অভিযোগে মিরসরাই উপজেলা জামায়াতের ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩