বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এতে লিখিত বক্তব্যে পাঠ করেন কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক ডা.আঞ্জুমান আরা ইসলাম।
লিখিত বক্তব্য ডা.আঞ্জুমান আরা ইসলাম বলেন, চট্টগ্রাম আগ্রাবাদে সোয়া চার একর জায়গায় ১৯৭৯ বছর আগে মা ও শিশু হাসপাতালের যাত্রা শুরু হয়। সবার সহযোগিতায় বর্তমানে ৬০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত হয়েছে। যেখানে এক হাজার চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী কর্মরত আছেন।
তিনি বলেন, বহুল প্রতিক্ষিত এ ভবন নির্মাণে ব্যয় হবে ১৮২ কোটি টাকা। যা চিকিৎসা বঞ্চিত গরীব রোগীদের সেবা প্রধানে ভূমিকা রাখবে। এটি নির্মাণ হলে কষ্ট করে কাউকে ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে হবে না।
সংবাদ সম্মলেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমটিরি সভাপতি অধ্যাপক এ এস এম ফজলুল করমি, সহ সভাপতি অধ্যাপক ডা. এম এ তাহরে খান, ডা. এম মাহফুজুর রহমান, দাতা সদস্য প্রকৌশলী মো. জাবদে আবছার চৌধুরী, সদস্য অধ্যাপক সৈয়দা নুরজাহান ভূঁইয়া, ডা. কামরুন নাহার দস্তগীর, চট্টগ্রাম সিটি কর্পোরশেনরে কাউন্সিলর রেখা আলম চৌধুরী, মা ও শিশু হাসপাতাল কলেজের অধ্যক্ষ এ এস এম মোস্তাক আহমদ প্রমুখ।