তিনি বলেন পশ্চিম আফ্রিকার দেশগুলি ও চাদ থেকে ১,০০০ সৈন্য ইতোমধ্যেই মালিতে এসে পৌঁছেছে।
এদিকে, আল কায়েদা সংশ্লিষ্ঠ গ্রুপগুলির বিরুদ্ধে ফরাসি নেতৃত্বাধীন সামরিক অভিযানে মালির সৈন্যদের সংক্ষিপ্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আন্তর্জাতিক চাপ বাড়ছে।
মালির জনৈক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন বারকিনা ফেসো থেকে ১৬০ জন সেনা রাজধানী বামাকোর ১৭০ মাইল উত্তরে মারকালায় পৌঁছেছে।
তারা সেখানে নাইজার নদীর উপর একটি কৌশলগত সেতু প্রহরারত ফরাসি েসনাদে হাত থেকে দায়িত্বভার গ্রহণ করবে।