রাজধানীর মতিঝিল ও শ্যামলী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। এতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মতিঝিল থেকে ৬ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। সকাল সাড়ে দশটার দিকে কয়েক শ’ শিবির কর্মী মতিঝিল এলাকায় একটি মিছিল বের করে। মিছিলটি ফকিরাপুল সিএনজি পাম্পের কাছে পৌঁছলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ ফাকা গুলি ছুঁড়লে সেখান থেকে সরে যায় শিবির কর্মীরা। একই সময় রাজধানীর শ্যামলী এলাকায় ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে একটি ব্যানার নিয়ে শিবিরকর্মীরা মিছিল করে শিশুমেলায় জড়ো হয়। এসময় দীর্ঘ জনজটের সৃষ্টি হয়। পুলিশ সদস্যরা সেখানে পৌঁছার আগেই তারা মিছিল শেষ করে চলে যায়। পুলিশের মতিঝিল থানার উপ-কমিশনার আনোয়ার হোসেন জানান, ঘটনার সময় জামায়াত-শিবিরের ছয় কর্মীকে আটক করা হয়েছে। শ্যামলী এলাকায় কর্তব্যরত পুলিশ জানায়, আমরা ঘটনাস্থলে এসে তাদের মিছিল করতে দেইনি।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩