বাংলাদেশের সব পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিচ্ছে বেলারুশ। এতে বেলারুশ ছাড়াও রাশিয়া ও কাজাখস্তানের বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে রপ্তানিকারকদের জন্য।
রোববার সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সফররত বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল ভি মিয়াসনিকোভিচের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সোমবার শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়ে ঘোষণা আসতে পারে। এ সফরকালে দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকও সই হবে।”
রোববার বিকেলে তিন দিনের সফরে ঢাকা পৌঁছান বেলারুশের প্রধানমন্ত্রী। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে তার অংশ নেয়ার কথা
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩