ভারতে মহিলাদের ওপরে যৌন নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা এবং দিল্লিরসাম্প্রতিক গণ ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে প্রতিটি রাজ্যকেই এধরণের বিশেষমহিলা আদালত তৈরির উপদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট৻সেইনির্দেশে অনুসারেই, পশ্চিমবঙ্গে প্রথম এই ধরণের বিশেষ নারী আদালত গঠিত হল।
এই আদালতের জন্য দুজন মহিলা বিচারক ও কর্মী ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে।সরকারী উকিল হিসাবে মালদা আদালতেরই দুজন মহিলা সরকারী আইনজীবীকে নিয়োগ করাহয়েছে।