ঢাকা মহানগর বিএনপি ও ১৮-দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে আজ। নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় এ বৈঠক হবে।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম।
সভায় ঢাকা মহানগর ১৮-দলীয় জোটের শরিক দলগুলোর মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর বিএনপির সব যুগ্ম আহ্বায়ক, থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক কমিশনার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উপস্থিত থাকতে বলা হয়েছে।