চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের জনগণ আজ আন্দোলনের জন্য প্রস্তুত। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে ঐক্যবদ্ধ।
বুধবার সরকারের দুর্নীতি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে ১৮দলীয় জোট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গণসংযোগ, প্রচারপত্র বিলি শেষে বিকালে কমদতলী শুভপুর বাস ষ্টেশনের সামনে ১৮দলীয় জোট ডবলমুরিং থানার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, প্রশাসনকে ব্যবহার করে, দুর্নীতির টাকা খরচ করে নিজেদের অধীনে নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চায়।
তিনি বলেন, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে বলেন, জনগণের দাবী মেনে তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।
প্রধান বক্তার বক্তব্যে জামায়াত ইসলামী চট্টটগ্রাম মহানগর আমীর সামশুল ইসলাম এমপি বলেন, এই সরকার জনগণকে দেওয়া কোন ওয়াদা পূরন করতে পারেনি। তারা জানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের অনেক নেতার জামানত থাকবেনা। তাই তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়।
ডবলমুরিং থানা বিএনপির সভাপতি এস এম সাইফুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা এ এম নাজিম উদ্দিন, মাহবুবুর রহমান শামীম।
আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, আলহাজ্ব এম এ আজিজ, আবুল হাশেম বক্কর, নাজিমুর রহমান, জাগপা সভাপতি আবু মোজাফ্ফর মোহাম্মদ আনাস, লেবার পার্টি সভাপতি আলাউদ্দিন, জামায়াত নেতা মোহাম্মদ উল্লাহ, বিএনপি নেতা শেখ নুরুল্লাহ বাহার, জয়নাল আবেদীন, শাহ আলম, কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, কাউন্সিলর মোহাম্মদ সেকান্দর, আহম্মেদুল আলম চৌধুরী রাসেল প্রমুখ।
এদিকে বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বহদ্দারহাটে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান ও চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, দক্ষিন জেলা বিএনপি সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী এমপি, জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর সামশুল ইসলাম এমপি, উত্তর জেলা বিএনপি সাধারণ সম্পাদক লায়ন আসলাম চৌধুরী, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, সহ সভাপতি আবু সুফিয়ান, গাজী শাহাজাহান জুয়েল প্রমুখ
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩