চট্টগ্রামে ৬০০ লিটার চোলাইমদ সহ তিন জনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে মধ্যম সোনা পাহাড় স্কুল গেইট নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, আনোয়ার হোসেন (৩০) পিত-মৃত ফজলে রহমান, মো: গিয়াস উদ্দিন (৩২) পিতা-মৃত ছোট্ট মিয়া, ও শাহ আলম (২৮) পিতা-এরাদুল হক।
মিরসরাই থানার এস আই জয়নাল জানান, গোপন সূত্রে প্রাপ্ত খবর আসে সিএনজি যোগে বেশ কিছু মাদকদ্রব্য চট্টগ্রামের উদ্দেশ্যে নেয়া হচ্ছে। এসময় অন টেস্ট একটি সিএনজি অটোরিক্সাকে সিগন্যাল দিলে তা দুই পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তাড়া করে গাড়িটি আটক করা হয়। এসময় গাড়িটি ভেতর থেকে মদ উদ্ধার করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩