আলজেরিয়ায় জিম্মি নাটকের রক্তাক্ত অবসানের কয়েকদিন পরও গতকাল পর্যন্ত পাঁচ বিদেশী নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের উদ্ধারে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি অপহরণকারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের সময় মারা�কভাবে দগ্ধ সাতটি লাশের পরিচয় শনাক্তেরও কাজ চলছে।এক নিরাপত্তা সূত্র গত মঙ্গলবার জানায়, এখনও পাঁচ বিদেশী নাগরিকের কোন হদিস পাওয়া যায়নি।
আলজেরিয়ার প্রতিবেশী দেশ মালিতে জঙ্গিদের বিরুদ্ধে ফরাসি অভিযানের পাল্টা পদক্ষেপ হিসেবে গতকাল ভোরে ইন আমেনাস নামের গ্যাসক্ষেত্রটি দখল করে বিদেশীসহ প্রায় সাড়ে ৮শ' মানুষকে জিম্মি করেছিল আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গিরা। গত শনিবার বেশকিছু জিম্মিসহ গ্যাসক্ষেত্রটির প্রক্রিয়াকরণ এলাকা দখলে রাখা জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান চালায় আলজেরীয় সেনাদের বিশেষ বাহিনী। এতে চারদিনে ধরে চলা বিশ্বের অন্যতম বড় জিম্মি সঙ্কটের রক্তাক্ত অবসান ঘটে।
বিশেষ বাহিনীর অভিযানের সময় ৩২ অপহরণকারী নিহত হয় বলে সরকার জানায়। এছাড়া এ বাহিনী ৬শ' ৮৫ জন আলজেরীয় শ্রমিক ও ১শ' ৭ বিদেশীকে জিম্মি দশা থেকে উদ্ধারে সক্ষম হয়। কিন্তু পাঁচ বিদেশী এখনও নিখোঁজ রয়েছে। আমেনাস প্লান্টের এক কর্মকর্তা জানান, গ্যাস কমপ্লেক্সটি বড়ো হওয়ায় এখনও সব জায়গায় তল্লাশি চালানো সম্ভব হয়নি। ভেতরে আরো লাশ আছে কিনা বা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩