আজ || সোমবার, ১০ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  প্রয়াত শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা       গোপালপুরে যমুনার চরাঞ্চলে শিশুদের মাঝে পোশাক ও জুতা বিতরণ       গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করলেন মাউশি পরিচালক       চালকের গাফিলতিতে ঝিনাই নদীতে পর্যটকবাহী মাইক্রোবাস       গোপালপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা       “জামালপুর এক্সপ্রেস” দিক পরিবর্তন, একটি জনপ্রিয় ট্রেনের মৃত্যু       গোপালপুরে কৃষি ব্যাংকের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত       গোপালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন       ‘হিংসা বিভেদ ভুলে সকলকে একতাবদ্ধ থাকতে হবে’ -আব্দুস সালাম পিন্টু       গোপালপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত    
 


উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নতুন অবরোধ

 দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংয়ের ওপর জাতিসংঘের নতুন অবরোধকে স্বাগত জানিয়েছে। একইসঙ্গে দেশটি পরমাণু কর্মসূচি বাতিলের দাবি অগ্রাহ্য করায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। গতকাল দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে প্রস্তাবকে সমর্থন করে বলা হয়, এটি উত্তর কোরিয়ার ১২ ডিসেম্বরের রকেট উৎক্ষেপণের বিষয়ে আন্তজাতিক সম্প্রদায়ের অভিন্ন মতামতেরই প্রতিফলন।

এর আগে উত্তর কোরিয়া তাদের সামরিক ও পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয়। গত বছরের ডিসেম্বরে উত্তর কোরিয়ার রকেট ছোড়ার ঘটনায় গত মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার নিরাপত্তা পরিষদে এ বিষয়ে উত্থাপিত একটি নিন্দা প্রস্তাব সর্বসম্মতিতে অনুমোদন করে ১৫টি সদস্যরাষ্ট্র। নিন্দা প্রস্তাবে বলা হয়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা এবং এ-সংক্রান্ত প্রযুক্তি ও যন্ত্রপাতি আমদানির বিষয়ে উত্তর কোরিয়ার ওপর যে নিষেধাজ্ঞা  ছিল, তা তারা লঙ্ঘন করায় নিরাপত্তা পরিষদ উদ্বিগ্ন।

প্রস্তাবে বলা হয়, পিয়ংইয়ং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ নিলে কঠোর ব্যবস্থা নেবে নিরাপত্তা পরিষদ। এ ছাড়া বেইজিংয়ের কূটনৈতিক সমর্থনের কারণে উত্তর কোরিয়া এ ধরনের উদ্যোগ নিতে উৎসাহিত হয়েছে বলে চীনের সমালোচনা করে পরিষদের সদস্যরা। উত্তর কোরিয়া দাবি করেছে গত মাসে তারা যে রকেট উৎক্ষেপণ করেছে তার উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ। মহাকাশে স্যাটেলাইট স্থাপনই এর লক্ষ্য ছিল।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!