আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


স্বরাষ্ট্রমন্ত্রী এখন দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী : গয়েশ্বর চন্দ্র রায়

প্রধানমন্ত্রীএই স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বে থাকলে দেশে খুন-গুম হত্যা রাহাজানি বন্ধ হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এখন দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী ও সন্ত্রাসীদের গডফাদার। বিরোধী দলীয় চিফ হুইপ হুইপ জয়নুল আবদীন ফারুকের নির্যাতনকারী পুলিশের ডিসি হারুনকে রাষ্ট্রপতি পদক দেয়ার তীব্র সমালোচনা করেন তিনি। গতকাল বুধবার যশোরে ১৮ দলের গণসংযোগ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি যশোরের খাজুরা বাজার, খাজুরা স্ট্যান্ড, মনিহার চত্বর, রেলস্টেশন ও রূপদিয়া বাজারে ৫টি পথসভায় বক্তৃতা করেন তিনি।  এসব সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকারের শেষ সময়ে লুটপাট করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। হলমার্ক, ডেসটিনি কেলেঙ্কারীর মাধ্যমে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ� করা হয়েছে। এসব কেলেঙ্কারীর সঙ্গে যারা জড়িত সরকার তাদের রক্ষা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় গয়েশ্বর বলেন, বিএনপির নেতৃত্বে জাতীয়তাবাদি শক্তি ক্ষমতায় গিয়ে সকল অপকর্মের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। পথসভাগুলোতে আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, যশোর-২ আসনের সাবেক এমপি ও জেলা জামায়াত নেতা মুহাদ্দিস আবু সাঈদ, বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদ, ফারাজি মতিয়ার রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, অনিন্দ্য ইসলাম অমিত, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি মাস্টার নুরুন্নবী, বিএনপি নেতা পৌর মেয়র মারুফুল ইসলাম, দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!