লটারিতে নাম আসা সবাইকে রেজিস্ট্রেশনের সময় দেয়া মোবাইল ফোন নম্বরে মেসেজের মাধ্যমে নির্বাচিত হওয়ার কথা জানিয়ে দেয়া হবে।
www.g2g.bmet.gov.bd এই ঠিকানায় গিয়েও প্রার্থীরা লটারির ফলাফল জানতে পারবেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, “প্রাথমিকভাবে নির্বাচিত না হওয়াদের মধ্যে হতাশা ও আবেগ কাজ করতে পারে। আমার অনুরোধ ২০ হাজারের লিস্টে ঢোকার জন্য কোনো দালালের আশ্রয় নেবেন না। মন্ত্রী হিসেবে আমিও লটারিতে নির্বাচিতদের বাইরে কাউকে পাঠানোর সাধ্য নেই। পুরো প্রক্রিয়াটাই করা হয়েছে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করার জন্য।”
গত ১৩ জানুয়ারি থেকে অনলাইনে দেশের ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র সমূহে মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এতে সারাদেশ থেকে সাড়ে ১৪ লাখ ব্যক্তি নিবন্ধনে অংশ নেন। এর মধ্য থেকে লটারির মাধ্যমে ৩৪ হাজার ৫০০ জন নির্বাচিত হয়েছেন। মূলত ৩০ হাজার নির্বাচিত করার কথা থাকলেও স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন কারণে নির্বাচিতদের কেউ না যেতে পারেন, এমন আশঙ্কায় একটু বেশি নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
বুধবার এদের মধ্য থেকে আবার কম্পিউটারে লটারির মাধ্যমে ১১ হাজার ৭৫৮ জনকে নির্বাচিত করা হয়। পরে নির্বাচিতদের মধ্য থেকে পর্যায়ক্রমে ১০ হাজার জনকে প্লানটেশন কর্মী হিসেবে মালয়েশিয়া পাঠানো হবে
[রঞ্জিত সরকার / ঢাকা ]
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩