বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্যজোট মন্ত্রীর ঘোষণার দুই ঘণ্টার মধ্যেই তাপ্রত্যাখ্যান করে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে চাকরিজাতীয়করণের এক দফা দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদেরমহা-অবস্থান কর্মসূচি বহাল রাখার ঘোষণা দেয়। শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদএবং প্রবীণ শিক্ষক নেতা অধ্যক্ষ কাজী ফারুক আহমদের নেতৃত্বাধীন জাতীয়শিক্ষক-কর্মচারী ফ্রন্টও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ঘোষণাকেতাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে।চাকরি জাতীয়করণ, ননএমপিও শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত এবং প্রাইভেটটিউশনি বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এই অবস্থান ধর্মঘট পালন করছেনশিক্ষকরা।শিক্ষকরা সকাল ৭টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে থাকে।বাংলাদেশে প্রতিটি জেলা থেকে এ পর্যন্ত প্রায় দেড় হাজার শিক্ষক অবস্থানধর্মঘটে অংশ নিয়েছেন।এদিকে শিক্ষকদের ধর্মঘটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রেসক্লাবএলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জল কামান।শিক্ষকদের ধর্মঘটের কারণে শাহবাগ, প্রেসক্লাব, পল্টন এলাকায় বিপুল যানজটসৃষ্টি হয়েছে।
চাকরি জাতীয়করণের এক দফা এবং শিক্ষা ব্যবস্থা সরকারিকরণসহ ১৭ দফা দাবিতেশিক্ষক সংগঠনগুলো গত ১০ জানুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করেআসছে।