আজ || সোমবার, ১০ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  প্রয়াত শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা       গোপালপুরে যমুনার চরাঞ্চলে শিশুদের মাঝে পোশাক ও জুতা বিতরণ       গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করলেন মাউশি পরিচালক       চালকের গাফিলতিতে ঝিনাই নদীতে পর্যটকবাহী মাইক্রোবাস       গোপালপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা       “জামালপুর এক্সপ্রেস” দিক পরিবর্তন, একটি জনপ্রিয় ট্রেনের মৃত্যু       গোপালপুরে কৃষি ব্যাংকের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত       গোপালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন       ‘হিংসা বিভেদ ভুলে সকলকে একতাবদ্ধ থাকতে হবে’ -আব্দুস সালাম পিন্টু       গোপালপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত    
 


মানবতাবিরোধী অপরাধীদের বিচার সমর্থন করে যুক্তরাষ্ট্র

undefined
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ধর্মীয় নেতা মাওলানা আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আমেরিকার যুক্তরাষ্ট্র বলেছে, মানবতাবিরোধী অপরাধীদের বিচারের আওতায় আনা সমর্থন করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়।

একাত্তরে স্বাধীনতাযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয়ে দেশটির সমর্থন রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন সরকারি মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড। তবে আযাদের মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এছাড়া এমন বিচারের যথাযথ মানসম্মত প্রক্রিয়া বজায় রাখতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের পূর্ণ বিবৃতি
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য দেশটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক আবুল কালামের আযাদের অনুপস্থিতিতে তার বিচার শেষে সোমবার তাকে দোষী সাব্যস্তকরণ ও মৃত্যুদণ্ডের বিষয়টি খেয়াল রেখেছে যুক্তরাষ্ট্র। এ ধরণের অপরাধ যারা করেছে, তাদের বিচারের আওতায় আনা সমর্থন করে যুক্তরাষ্ট্র। তা সত্ত্বেও, এমন যেকোনো বিচার হতে হবে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ, ও জাতীয় মান এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক সনদসহ অন্য সব আন্তর্জাতিক চুক্তিতে অনুসমর্থন দেয়ার মাধ্যমে যে আন্তর্জাতিক মানের প্রতি সম্মত হয়েছে বাংলাদেশ- সেই মান অনুসারে।

স্বাধীনতাযুদ্ধকালে সংগঠিত নৃশংসতার ইতিহাস যখন বাংলাদেশ মোকাবিলা করছে এবং যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরো রায়ের জন্য যুক্তরাষ্ট্র অপেক্ষা করছে, তখন আন্তর্জাতিক সনদগুলোর বাধ্যবাধকতা অংশ হিসেবে যথাযথ মানসম্মত প্রক্রিয়া মেনে চলা এবং আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখার জন্য আমরা আমরা বাংলাদেশ সরকারকে বলছি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!