বর্তমান সরকারের অধীনে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়- এমন মন্তব্য করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ‘একঘরে’ করার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
কক্সবাজারের উখিয়ায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পরিদর্শনের পর রোববার এক সম্পৃতি সমাবেশে তিনি বলেন, “দুর্নীতি ও লুটপাট করে সরকার দেশকে পেছনের দিকে নিয়ে গেছে। তাদের হাতে কোনো ধর্মের লোকজন আজ নিরাপদ নেই। বৌদ্ধদের শত বছরের মন্দির-উপাসনালয়ে তারা আগুন দিয়ে লুটপাট করেছে।”
“তাই আওয়ামী লীগকে একঘরে করে দিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুনভাবে দেশকে গড়ে তুলতে হবে”, বলেন খালেদা জিয়া।
উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে এই সম্পৃতি সমাবেশের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন থানা থেকে আসা নেতা-কর্মী ও বিভিন্ন সম্পদায়ের প্রতিনিধিরা এ সমাবেশে অংশ নেন।