বিপুল পরিমান আগ্নেয়ান্ত্র উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।র্যাব-৮ এর অপারেশন অফিসার লেঃ সরফরাজ ওবায়েদ জানান, ভেদাখালি এলাকায় টহলের সময় বনের মধ্যে লোকজন দেখে র্যাব সদস্যদের সন্দেহ হয়। এসময় র্যাব তাদের দিকে অগ্রসার হলে দস্যুরা র্যাবকে লক্ষ করে আকস্মিক গুলি ছোড়ে। এসময় র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে ঘন্টা ব্যাপী গুলি বিনিময়ের এক পর্যায়ে দস্যুরা পিছু হটে। এরপর র্যাব ঘটনাস্থল তল্লাসি করে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে।
গোলাগুলি থেমে গেলে জেলেরা এগিয়ে আসলে র্যাব তাদের সাহায্য নিয়ে মৃতদেহ উদ্ধার করে।উপস্থিত জেলেরা বন্দুকযুদ্ধে নিহত দস্যুকে জাকির ওরফে ছোট্রু বাহিনীর প্রধান জাকির বলে নিশ্চিত করে।
শরণখোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ (পিপিএম ) জানান, এস আই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নিহত দস্যুর লাশ উদ্ধারের জন্য সুন্দরবনে গিয়েছে।
বরিশাল র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানী জানান, ঘটনাস্থল থেকে ১ টি বিদেশি পিস্তল, ৪ টি ওয়ান সুটার গান, ২১ টি পয়েন্ট টু টু বোর রাইফেলের গুলি, ১ টি চাইনিজ কুড়াল, ৩ রাউন্ড তাজা গুলিসহ ১ টি ম্যাগজিন, ১টি ওয়াকিটকি সেট, ১৪ টি ফায়ারকৃত গুলির খোসা, গুলি রাখার বান্ডুলিয়ার ও বিপুল পরিমান রান্নার সামগ্রী উদ্ধার করা হয়েছে।