ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী এলিয়াসজাউয়া বলেছেন, কিউবায় ক্যান্সারের চিকিৎসার জন্য ছয় সপ্তাহ ধরে লোক চক্ষুরঅন্তরালে থাকা দেশের প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এখন হাসি-ঠাট্টা করছেন এবংনানা আদেশ-নির্দেশ দিচ্ছেন।
গত ১১ ডিসেম্বর কিউবায় চতুর্থ দফাক্যান্সারের অস্ত্রোপচারের পর থেকে শ্যাভেজ জনসমক্ষে আসেননি। সরকারের পক্ষথেকে উপর্যুপরি শ্যাভেজ ধীরে ধীরে সেরে উঠছেন বলে দাবি করা হলেও বিরোধীদলের পক্ষ থেকে সরকারি দাবি সত্য হলে শ্যাভেজকে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমেদেশের জনগণের সঙ্গে কথা বলার দাবি জানানো হয়। কিন্তু শ্যাভেজ তা করেননি।
জাউয়া বলেন, ‘আমি তাকে আপনাদের সকলের আশির্বাদ ও ভালবাসার কথা জানিয়েছি। শ্যাভেজ দীর্ঘজীবী হোন।