আজ || বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল       বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের ইফতার মাহফিল       অপহরনের ৭ ঘন্টার মধ্যে পুলিশের সহায়তায় উদ্ধার হলো গোপালপুরের আসলাম       সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করলো গোপালপুর নির্বাচন অফিস       হৃদয়কে শহীদি মর্যাদার দাবিতে গোপালপুরে মানববন্ধন       গোপালপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন       কাকাতালীয়ের বয়ান       রমজান মাসে রোজা ও দান-সদকার ফজিলত       গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল       গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত    
 


জামায়াত নেতা শাহজালালের এক মামলায় জামিন

কক্সবাজারের উখিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জামায়াত নেতা অ্যাডভোকেট শাহজালাল চৌধুরীকে এক মামলায় জামিন দিয়েছে আদালত।

একই সাথে তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদনও খারিজ করে দিয়েছে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার দুপুরে শাহজালাল চৌধুরীকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে হাজির করা হলে আদালত শুনানির পর এই আদেশ দেন।

পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান শাহজালাল চৌধুরীকে উখিয়াস্থ তার বাসভবন থেকে আটক করে উখিয়ার খয়রাতি পাড়ার প্রজ্ঞামিত্র বৌদ্ধ বিহারে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করে।

সোমবার তাকে আদালতে হাজির করে ওই মামলার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা বাতিল করেন।

এছাড়া, পুলিশ শাহজালাল চৌধুরীকে উখিয়ার রাজাপালং জাদিমুরা বৌদ্ধ বিহারের মামলাতেও গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত ওই রিমান্ড আবেদন শুনানির জন্য আগামি ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন।

ইতোপূর্বে শাহজালাল চৌধুরী উখিয়ার মরিচ্যা দিপাংকুর বৌদ্ধ বিহারে হামলার মামলায় গত ১০ জানুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।

উখিয়া উপজেলা চেয়ারম্যান শাহজালাল চৌধুরীকে আদালত চত্বরে আনা হলে বিপুল সংখ্যক আইনজীবী ও দলীয় নেতা-কর্মী ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, শাহজালাল চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার কক্সবাজার জেলায় পূর্ণদিবস হরতাল পালিত হয়। প্রতিবাদে আইনজীবীরাও বিক্ষোভ সমাবেশ করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!