প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে স্থানীয় বিএনপি দলের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মিছিল বের করে। মিছিলটি মুরাদনগর বাস টার্মিনালের কাছে পৌঁছলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাতে হামলা করে।
এ সময় পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে বলে বিএনপি অভিযোগ করেছে।
হামলায় উভয় দলের সিরাজ (৫০), হেদায়েত (৪০), আলাউদ্দিন (৩৫), আজিজ (২৮), মাসুম (১৬) শাহজাহান (৫২), সালাহউদ্দিন (২৫), সৌরভ (২৫), জাকির হোসেন (৩২), ইকবাল (৩৫), মুর্শিদ (২৮), সামাদ প্রমুখ আহত হয়েছেন।
সংঘর্ষের সময় মুরাদনগরের স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। পরে পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩