রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ১২ কোটি টাকা মূল্যমানের সাপের বিষসহ পাঁচ জনকে আটক করেছে র্যাব।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১
র্যাব-১০ ক্যাপ্টেন র্যাব-১০ গণমাধ্যম শাখার কর্মকর্তা রিয়াদুল ইসলাম জানান, বিষগুলো গোখরা সাপের। এগুলো আনা হয়েছে ফ্রান্সের রেড ড্রাগন কোম্পানির কাছ থেকে। বিষের পরিমান ১২ পাউন্ড।
আটকরা হলেন- অমলেন্দু রায় (৪৫), আমিনুল ইসলাম (৩৬), শরিফুল (৩০), শাহিদুল ইসলাম (৪০) ও মোহম্মদ আলী (৩২)।