প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুষ্টের দমন ও শিষ্টের পালনই পুলিশের প্রধান দায়িত্ব। এ দায়িত্ব নিয়েই পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পুলিশ সম্পর্কে মানুষের মধ্যে আস্থা ফিরে এসেছে। এ আস্থাকে ধরে রাখতে হবে। পুলিশকে আরো নিবেদিত প্রাণ হতে হবে।
মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ ২০১৩ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা কখনই পুলিশ বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না। পুলিশ জন নিরাপত্তায় কাজ করবে।
তিনি বলেন, বর্তমান সরকারই পুলিশের উন্নয়নে বেশি কাজ করেছে। ৯৬ সালে ক্ষমতায় আসার পর পুলিশের বেতন, ঝুঁকি ভাতা, রেশন বাড়ানোসহ প্রায় ৩২ হাজার নতুন পদ সৃষ্টি করা হয়েছে।