বাহরাইনে আগুনে পুড়ে নিহত ১৩ বাংলাদেশির মরদেহ মঙ্গলবার সন্ধ্যায় দেশে আসবে। এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে মরদেহগুলো ঢাকায় আনা হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে জানা গেছে।
প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিমানবন্দর থেকে মরদেহ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেবেন।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সূত্রে জানা গেছে, লাশ দাফনের জন্য বিমানবন্দরে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেবে সরকার।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩