আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


পুলিশ সপ্তাহ শুরু আজ : পদক পাচ্ছেন সেই এডিসি হারুন

আজ থেকে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০১৩ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন। তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
পুলিশ সপ্তাহে গত ২০১২ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ সদস্যদের মধ্যে  মোট ৬৭ জনকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’, ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)’ এ চার ধরনের পদক প্রদান করা হবে। প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন।
এই পদকপ্রাপ্তদের তালিকায় বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুকের উপর হামলাকারী পুলিশের সেই এডিসি হারুন-উর-রশিদও (বর্তমানে ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের উপ-কমিশনার) রয়েছেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ পৃথক পৃথক বাণী দিয়েছেন। জাতীয় দৈনিক পত্রিকাসমূহে এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ হবে।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন,  মানবাধিকার সুরা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ অতি গুরত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানের মাধ্যমে নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় পুলিশ বাহিনী পেশাদারিত্ব বজায় রাখতে সর্বদা তৎপর রয়েছে। জনগণের সেবক ও প্রকৃত বন্ধু হিসেবে প্রতিষ্ঠা পেতে পুলিশ বাহিনীকে আরো সচেষ্ট হতে হবে। জনগণের আস্থা অর্জনে থাকতে হবে অবিচল।”
প্রধানমন্ত্রীর বাণীতে বলেছেন “দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিধানে পুলিশের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পুলিশ দেশের সকল প্রয়োজনে ও সঙ্কটে দেশপ্রেম, নিষ্ঠা ও আত্মত্যাগের উজ্জ্বল স্বাক্ষর রেখে চলছে। জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে পুলিশকে হতে হবে নিরাপত্তাতার মূর্ত প্রতীক। সেবা প্রত্যাশীদের সর্বোত্তম আইনগত সহায়তা দিয়ে জনগণের আস্থা অর্জনে হতে হবে নিষ্ঠাবান সেবক।”
পুলিশ সপ্তাহে গত ২০১২ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ সদস্যদের মধ্যে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’, ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)’ এ চার ধরনের পদক প্রদান করা হবে। প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন।
বাংলাদেশ  পুলিশ সদর দফতরের এআইজি এআইজি (মিডিয়া) রেবেকা সুলতানা পুলিশ সপ্তাহের অনুষ্ঠান কর্মসূচি সম্পর্কে জানান, পুলিশ সপ্তাহের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রথম দিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সম্মেলন, দ্বিতীয় দিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আইজিপির সম্মেলন, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সভা। তৃতীয় দিন বৃহস্পতিবার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণ, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি স্মারক প্রদান, পুলিশ অফিসার্স মেসের বার্ষিক সাধারণ সভা এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের সাথে কর্মরত পুলিশ অফিসারদের সম্মেলন।  শেষ দিন শুক্রবার রাউন্ড আপ কনফারেন্সের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ শেষ হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!