সে সময় তিনি বলেন আমাদের যাত্রা সম্পূর্ণ হয়নি। এক দশক ধরে চলা যুদ্ধেঅবসান এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়া শুরু হয়েছে বলে তিনি মন্তব্যকরেন। তিনি বলেন আমেরিকানদের সম্ভাবনা অসীম। এবং তিনি আমেরিকানদের সেইমুহূর্তকে কাজে লাগানোর আহবান জানান।ওবামার প্রায় ১৮ মিনিটের এই ভাষণ দানকালে সেখানে সাবেক প্রেসিডেন্ট বিলক্লিনটন, জিমি কার্টার, অনেক কংগ্রেস নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিতছিলেন।তিনি স্বাস্থ্য সেবা নিয়ে বলেন রিপাবলিকানরা যে সিদ্ধান্তের বিরোধিতা করেছিল সেটা বরং আমাদের শক্তি হয়ে দাঁড়িয়েছে।
ভাষণ শেষে ঐতিহ্য অনুযায়ী উপস্থিত জনতার মধ্য দিয়ে হেঁটে প্রেসিডেন্টবারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা হোয়াইট হাউসে প্রবেশ করেন। এর আগেরোববার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আনুষ্ঠানিক শপথনিয়েছিলেন তিনি।