চাইনিজ মাল্টিন্যাশনাল কম্পিউটার হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক কোম্পানী লেনোভো তার সর্বশেষ মডেলের ল্যাপটপ উন্মোচন করতে যাচ্ছে। এই ল্যাপটপটি মূলত স্কুলের ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। যেটি গুগল অপারেটিং সিস্টেমে চালিত। খবর মাশাবেলের।
জেডিনেট প্রতিবেদনে জানা যায়, থিংকপ্যাড এক্স১৩১ই ক্রোমবুকটির ডিজাইন স্কুলের এডমিনিসট্রেটর এবং শিক্ষকদের তত্বাবধানেই করা হয়েছে।
হাজারখানেক এডুকেশনাল অ্যাপ্লিকশন ব্যবহার করে তৈরিকৃত নতুন এই ডিভাইসটি খুব সহজেই নিয়ন্ত্রন ও কাজ করা যায়।
প্রতিষ্ঠানটি এখন আনুষ্ঠানিকভাবে এটির দাম ঘোষনা করেনি তবে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে স্কুলের জন্য বিক্রি শুরু করবে বলে জানিয়েছে।
লেনোভো মূলত স্কুলের জন্যই তৈরি করেছে উইন্ডোজ পাওয়ার্ড এক্স১৩১ই থিংকপ্যাড। তবে এটি মূলত সবচেয়ে বেশি বিক্রি হবে এডুকেশন বাজরে। কিন্তু প্রতিষ্ঠনটির মূল লক্ষ্য হলো গুলগলের অ্যাপ্লিকেশন ব্যবহার করে ছাত্রছাত্রীরা অধিক সুবিধা গ্রহনে সক্ষম হবে।