পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতাকরর্মীদের। এ ব্যাপারে ও জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি ও সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাবউদ্দিনকে আসামী করে একটি মামলা হয়।
পরে হাইকোর্ট থেকে জামিন নেন উক্ত আসামীরা। হাইকোর্টের নির্দেশে নিম্ন আদালতে হাজির হলে এদেরকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনাকে কেন্দ্র করে শহরের প্রাণ কেন্দ্র মজমপুর বেলগেট বন্ধ করে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে র্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।