এদিকে গুলিবিদ্ধ ছিনতাইকারীর কাছ থেকে ৩টি বোমা উদ্ধার করেছে পুলিশ।
গুলিবিদ্ধ ছিনতাইকারীকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সুমন শহরতলীর রামনগর খাঁ পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, রাত ১০টার দিকে সুমনসহ ৫/৬ জন শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেন।
এ খবর জানতে পেরে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাইকারীরা পুলিশের ওপর একটি বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি করে। এতে ছিনতাইকারী সুমন গুলিবিদ্ধ হন।
পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩