একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে দেয়া ফাঁসির রায় কার্যকর করতে তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার। এছাড়া সোমবার ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিন সময় আছে। এ সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
মন্ত্রী আরও জানিয়েছেন, আবুল কালাম আযাদ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন তবে তার আগে তাকে আত্মসমর্পণ করতে হবে।