আজ || রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে বেগম রোকেয়া দিবস পালনসহ জয়িতাদের সংবর্ধনা       গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন       গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন    
 


যুদ্ধাপরাধের রায়ে উচ্ছ্বসিত ১৪ দল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আবুল কালাম আযাদ ওরফে বাচ্চুর ফাঁসির আদেশ দেওয়ায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সন্তোষ প্রকাশ করেছে। পর্যায়ক্রমে অন্যদের রায় ঘোষণা হবে বলেও নেতৃবৃন্দ জানান। এ বিচার কাজ সম্পন্ন করতে দেশবাসির অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা থাকায় সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।

সোমবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভা শেষে সাংবাদিক সম্মেলনে সন্তোষ প্রকাশের কথা জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরি সভাপতি মাঈনুদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারন সম্পাদক নুরুর রহমান সেলিম, সাম্যবাদী দলের আবু হামেদ সাহাবুদ্দিন, কমিউনিস্ট পার্টির অসিত বরণ রায় প্রমুখ।

মাহবুব উল আলম হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ১৪ দল দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে। যুদ্ধাপরাধীদের বিচার করা আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।

তিনি বলেন, প্রতিশ্রুতি অনুসারে সরকার গঠনের পরেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিচার বানচালের অনেক ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় ১৪ দল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। আগামী এপ্রিল মাস পর্যন্ত অব্যাহতভাবে  দলের কর্মসূচি চলবে।

বাংলাদেশটাইমস.নেট/রঞ্জিত সরকার / ঢাকা

 

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!