সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার ধকল কাটিয়ে না উঠতেই জনগণকে গুনতে হবে বিদ্যুতের অতিরিক্ত মূল্য। চলতি সপ্তাহের যেকোনো দিন আসছে বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা। এ নিয়ে সপ্তমবারের মতো খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াচ্ছে মহাজোট সরকার।
নতুন এই দাম কার্যকর হচ্ছে ১ জানুয়ারি থেকেই। দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে বিদ্যুতের দাম তিন বা সাড়ে তিন শতাংশের বেশি বাড়ানো হবে না বলেও জানায় বিইআরসি।
এ ব্যাপারে বিইআরসির সদস্য ড. সেলিম মাহমুদ বলেন, “এই সপ্তাহের যেকোনো দিন নতুন মূল্য তালিকা ঘোষণা করতে পারে কমিশন। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কত শতাংশ বৃদ্ধি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “বিদ্যুতের উতপাদন ব্যয় বেড়ে যাওয়ায় এবং পাইকারি ও খুচরা দামের মধ্যে ব্যবধান বেশি থাকায় বিপণন কোম্পানিগুলো প্রতিবছর বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই এই মুহূর্তে আরেক ধাপ বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।”
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩