ছাত্র আন্দেলনের মুখে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আকতারুল ইসলাম জিল্লু এবং ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. লোকমান হাকিমকে অব্যহতি দিয়েছে কর্তৃপক্ষ। নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে প্রফেসর ড. জাহাঙ্গির আলম এবং ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রফেসর ড. মাহাবুবুর রহমানকে।