আজ || রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন       গোপালপুরে বিনামূল্যে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ    
 


ইডেন কলেজে এসিড নিক্ষেপঃ মনির’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ

ইডেন কলেজের ছাত্রী শারমিন আক্তার আঁখির ওপর এসিড ছুড়ে মারার মামলার প্রধান আসামি মনির উদ্দিনকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার ফৌজদারি এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এএইচএম  শামসুদ্দিন ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এ নির্দেশ দেন।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আদালতে আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

তিনি জানান, আঁখির ওপর এসিড হামলার পর তার ভাই মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিন্তু এখন পর্যন্ত  মনিরকে গ্রেফতার করা হয়নি। তাই আদালতে মনিরকে গ্রেফতার চেয়ে ও বিবাদীদের নিষ্ক্রিয়তা চেয়ে আবেদন করা হয়।

মনজিল মোরসেদ জানান, আসামি মনিরকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী দায়িত্বপালনে পুলিশকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন।

১৫ দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও বংশালের ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!