মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিচ্ছেন রোববার। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় হোয়াইট হাউজে তার শপথ গ্রহন অনুষ্টিত হবে।
শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ওয়াশিংটনে সমবেত হচ্ছেন প্রায় ৮ লাখ মানুষ। তবে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন শুধু তার কিছু ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু বান্ধব ও গণমাধ্যমকর্মী।
এরপর সোমবার ইউএস ক্যাপিটলে সোমবার আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দফায় তার শপথ হবে। দুদফায়ই তাকে শপথ বাক্য পাঠ করাবেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্টস।
শপথ নেয়ার পর অভিষেক ভাষণ দেবেন ওবামা। ওবামার অভিষেক অনুষ্ঠান দেখার জন্য ওয়াশিংটনে সমবেত হচ্ছেন ৮ লাখ মানুষ। ২০০৯ সালে উপস্থিত হয়েছিলেন ১৮ লাখ লোক।
ঘাটতি কমানো, অস্ত্র নিয়ন্ত্রণ, অভিভাসন নীতির সংস্কার ও জ্বালানি নীতি ওবামার দ্বিতীয় মেয়াদে অগ্রাধিকার পাবে।
সূত্র : আল জাজিরা