আলজেরিয়া বলছে, দেশটির বিশেষ বাহিনী সাহারা মরুভূমিতে একটি প্রাকৃতিক গ্যাস উতপাদন ক্ষেত্রে ইসলামী যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জিম্মি সংকটের ইতি টেনেছে। এতেআলজেরিয়ার সেনাবাহিনী বলছে যোদ্ধারা সাত বিদেশী জিম্মিকে হত্যা করে ঐ গ্যাস ক্ষেত্রের বিভিন্ন জায়গায় মাইন স্থাপন করলে তারা আক্রমন চালিয়ে ঐ গ্যাস ক্ষেত্রে ১১ ইসলামী জঙ্গীকে হত্যা করেছে। সবশেষ ২৩ জিম্মি এবং ৩২ জন জঙ্গী পুরো ঘটনায় নিহত হয়েছে বলে বলছে দেশটি।
সাহারা মরুভূমিতে প্রাকৃতিক গ্যাস উতপাদন কেন্দ্রে ইসলামী জঙ্গিরা গত বুধবার হানা দিয়ে ব্রিটেন, ফ্রান্স, জাপানসহ বিভিন্ন দেশের অনেক নাগরিককে পণ-বন্দী করেছিল। তবে শেষ পর্যন্ত আলজেরিয়ার বিশেষ বাহিনী অভিযান চালিয়ে চার দিনের অবরোধের ইতি টেনেছে।
ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলান্দে আলজেরিয়ার অভিযানকে সমর্থন করে একে যথার্থ বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন এ মুহূর্তে তাদের লক্ষ্য যে ক’জন ব্রিটিশ নাগরিক এ ভয়াবহ ঘটনায় বেঁচে গেছেন তাদের দেশে ফিরিয়ে আনা।
আলজিয়ার্সের ১৩০০ কিলোমিটার দক্ষিনপূর্বে আমিনাস গ্যাস ক্ষেত্রটি ব্রিটিশ পেট্রোলিয়াম, নরওয়ের স্ট্যাটোলি এবং আলজেরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি পরিচালনা করছিল।