কুষ্টিয়ায় এক ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের এনএস রোডের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম জানান, নিহত আলম (৪৫) কুষ্টিয়ার শহরের প্রধান সড়কের পদার্পন সু-স্টোরের মালিক। তাকে দুর্বৃত্তরা নিজ বাড়ির মধ্যে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং বাইরে থেকে ঘরে তালা মেরে রেখে যায়।
এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। কেন তিনি খুন হয়েছেন বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।