কক্সবাজার জেলা জামায়াতের ডাকা হরতালে ১৮ দলীয় জোট সমর্থন দিয়েছে। হরতাল চলাকালে শহরের বাজারঘাটায় এক ও শহরের নূরপাড়া থেকে পাঁচজন পিকেটারকে আটক করেছে পুলিশ। জেলা জামায়াতের কার্যালয় অবরুদ্ধ করে রাখে পুলিশ।
হরতালে রিকশা-অটোরিকশা চলাচল করলেও দূরপাল্লার কোনো যানবাহন কক্সবাজার থেকে ছেড়ে যায়নি।
উল্লেখ্য, গত বছরের ৩০ সেপ্টেম্বর উখিয়ার বৌদ্ধবিহারে হামলার ঘটনায় তাকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়। ১০ জানুয়ারি তিনি হাইকোর্টের একটি বেঞ্চ থেকে আগাম জামিন নিয়ে বুধবার এলাকায় আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে অপর একটি বৌদ্ধবিহারে হামলার মামলায় রাত ১০টায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠা