প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ৩:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০১৩, ৬:০৬ পূর্বাহ্ণ
আবুল কালাম আজাদের মামলায় রায় সোমবার
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মাওলানা আবুল কালাম আজাদের মামলায় সোমবার রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এটাই হবে ট্রাইব্যুনালের প্রথম রায়।
রোববার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসিরউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।গত ২৬ ডিসেম্বর আবুল কালাম আজাদের পক্ষে যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ করেন আসামিপক্ষ।
উল্লেখ্য, মাওলানা আবুল কালাম আজাদ বর্তমানে পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতেই বিচারকার্য চলে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩