মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মাওলানা আবুল কালাম আজাদের মামলায় সোমবার রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এটাই হবে ট্রাইব্যুনালের প্রথম রায়।
রোববার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসিরউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।গত ২৬ ডিসেম্বর আবুল কালাম আজাদের পক্ষে যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ করেন আসামিপক্ষ।
উল্লেখ্য, মাওলানা আবুল কালাম আজাদ বর্তমানে পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতেই বিচারকার্য চলে।