বিপিএলে মোহাম্মদ আশরাফুলের ঝড়ো ব্যাটিংয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স। তারা ৩৫ রানে হারিয়েছে নবাগত রংপুর রাইডার্সকে।
২০৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৭ রানের বেশি করতে পারেনি রংপুর। ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে আব্দুর রাজ্জাকের দল।
তবে নাসির হোসেন এবং ও’ ব্রায়েন মিলে ১১৬ রানের জুটি গড়ে দলকে স্বপ্ন দেখিয়ে ছিলেন। তবে শেষপর্যন্ত জেতাতে পারেননি তারা। ৪৯ বলে ৮০ রান করে মোশাররফের হাতে সাকিবের শিকার হন নাসির। আর ব্রায়েন অপরাতি থাকেন ৪০ রানে। এছাড়া রান আউট হওয়ার আগে ইমরুল কায়েস করেন ১৬ রান।
ঢাকার পক্ষে সাকিব ২টি ও লোকুয়ারাচ্চি ১টি উইকেট পান।
এরআগে ৪৭ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। শেষদিকে জশুয়া কবের ঝড়ে টানা দ্বিতীয় ম্যাচ দলীয় দ্বিশতকে পৌঁছায় গ্লাডিয়েটর্স।
নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২০২ রান। প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে চার উইকেটে ২০৪ রান করেছিল তারা।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গ্লাডিয়েটর্স। প্রথম ঝড়ো সূচনা করেন লুক রাইট, কিন্তু ১৬ বলে ২২ রানে অমিত মজুমদারের বলে সাজঘরে ফেরেন তিনি। আগের ম্যাচে অর্ধশতক করা এনামুল হক করেন ১৯ রান। তবে ব্যাটে ঝড় ছিল আশরাফুলের।
সাকিব আল হাসান ১৩ রানে কেভিন ও’ ব্রায়ানের শিকার হন, একটি করে ছয় ও চার হাঁকান এই বিশ্বসেরা অলরাউন্ডার।
এরআগে ৩০ বলে ৬ চার ও ২ ছয়ে ফিফটি পূর্ণ করেন আশরাফুল। রাইডার্স অধিনায়ক আব্দুর রাজ্জাকের বলে ধীমান ঘোষের তালুবন্দি হন তিনি। পঞ্চম উইকেট জুটিতে কব ও ওয়াইজ শাহের ২৫ বলে ৫৪ রানের জুটিতে আরেকটি দুর্দান্ত দলীয় স্কোর করে গ্লাডিয়েটর্স।
শেষ ওভারের চতুর্থ বলে ওয়াইজ শাহ বোল্ড হন তাপস বৈশ্যের বলে, ২২ বলে ২৮ রান করেন তিনি। আর ১৬ বলে দুটি করে চার-ছয়ে ৩২ রানে অপরাজিত ছিলেন কব।
রাইডার্সের পক্ষে একটি করে উইকেট নেন তাপস বৈশ্য, আব্দুর রাজ্জাক, অমিত মজুমদার, নাসির হোসেন ও কেভিন ও’ ব্রায়ান।