চুয়াডাঙ্গার আলমডাঙ্গা মুন্সিগঞ্জের জেহালায় বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে এক লম্পট। আলমডাঙ্গা থানার মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে জেহালা গ্রামের ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রী (১৩) প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য ঘরের বাইরে এলে একই গ্রামের রফিক মণ্ডলের ছেলে লম্পট রিংকু (২৬) পেছন থেকে এসে মুখ চেপে ধরে তার ঘরে নিয়ে যায়। এসময় স্কুলছাত্রী চিৎকার দিলে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। লম্পট রিংকু স্কুলছাত্রীকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় স্কুলছাত্রীর কান্নার শব্দে প্রতিবেশীরা স্কুলছাত্রীকে উদ্ধার করে। পরিবারের সহযোগিতায় ধর্ষক লম্পট পালিয়ে যায়। গত বৃহস্পতিবার সকালে ধর্ষিতা ও তার পিতা আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করে। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ধর্ষিতার জবানবন্দি চুয়াডাঙ্গা সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে রেকর্ড করা হয়েছে বলে আলমডাঙ্গা থানা সুত্রে জানা গেছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবজাল হোসেন জানান, আসামি গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। এলাকাবাসী অবিলম্বে লম্পট ধর্ষকের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে। অভিযুক্তের নিকট আত্মীয় বলেছে এ অভিযোগ ষড়ষন্ত্রমূলক।