আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


আফ্রিকার নেতাদের বৈঠক আইভরি কোস্টে

undefined
সাহারা মরুভূমি অঞ্চলের দেশ মালিতে সরকার ও বিদ্রোহীদের মধ্যকার সংঘাতেরপ্রেক্ষিতে আলোচনায় বসতে আইভরি কোস্টে মিলিত হচ্ছেন পশ্চিম আফ্রিকারনেতারা। আইভরি কোস্টের রাজধানী আবিদজানের এ বৈঠকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াসও অংশ নেবেন বলে জানা যায়।

বৈঠকসূত্র জানায়, মালির সরকারি সেনা ও ফ্রান্সের সেনাদের সঙ্গেবিচ্ছিন্নতাবাদীদের দমন করতে আফ্রিকান সৈন্য বাড়ানোর ব্যাপারে আলোচনা করবেনপশ্চিম আফ্রিকার প্রতিনিধিরা।এদিকে, ফরাসি বিমান হামলার মুখে শুক্রবার দু’টি শহর থেকে পিছু হটে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা।মালির সরকারি সূত্র জানিয়েছে, গত সোমবার নিয়ন্ত্রণে নেওয়া দক্ষিণাঞ্চলের শহর দায়াবালি থেকে পিছু হটছে বিদ্রোহীরা।অন্যদিকে, ফ্রান্সের সামরিক হস্তক্ষেপের আগে বিদ্রোহীদের দখলে চলে যাওয়াগুরুত্বপূর্ণ ‘কোনা’ শহরও সোমবার পুনর্দখলে নিয়েছে মালির সেনাবাহিনী।এরআগে, বৃহস্পতিবার মালির রাজধানী বামাকোতে আফ্রিকান ইউনিয়নের ১০০ সৈন্যপৌঁছে। মালির প্রতিরক্ষা সূত্র জানায়, বিদ্রোহীদের  দমনে মোট ২৫০০ সৈন্যপাঠাবে ফ্রান্স।অন্য দিকে, মালির প্রতিবেশী দেশ আলজেরিয়ার জঙ্গীরা দাবি করে, মালিসংঘাতে পশ্চিমা ও বহির্বিশ্বের হস্তক্ষেপের কারণে তারা গত সপ্তাহেআলজেরিয়ার গ্যাসক্ষেত্রে বিদেশিদের উপর হামলা চালায়। মালিতে শিগগিরহস্তক্ষেপ বন্ধ না করা হলে ফের হামলারও হুমকি দেয় বিদ্রোহীরা।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে চলে আসা উত্তরাঞ্চলের বিদ্রোহীরা রাজধানী বামাকোর দিকেএগোতে থাকলে বিদেশী হস্তক্ষেপ কামনা করে পশ্চিমাদের আশীর্বাদপুষ্ট মালিরকেন্দ্রীয় সরকার। প্রেসিডেন্ট দিনকুন্দো তারোরের আহবানের পরদিনই মালিতেসৈন্য পাঠায় মালি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!