মাত্র ৯৯ রানেই অল আউট হয়ে যাওয়া দুরন্ত রাজশাহীকে হারাতে বেশ ফুরফুরেভাবেই নামে চিটাগাং কিংস। কিন্তু মাঠে আর ফুরফুরে ভাবটা থাকে না।মাহমুদুল্লাহ রিয়াদের ৪০ ও মেহরাব হোসেন জুনিয়রের ১৮ ছাড়া কেউই দুইয়ের ঘরপাড় হতে পারেনি।
অবশেষে ৯৭ রানেই গুটিয়ে যায় কিংসের ইনিংস। আবুল হাসান ৩টি, আরভিন ২টি, তাইজুল, নাঈম ও ফরহাদ পেয়েছেন ১টি করে উইকেট।ম্যাচ সেরা :আরভিন ।