চট্টগ্রামের আছাদগঞ্জ এলাকার শুটকির গুদাম থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার আব্দুল মান্নান বাংলামেইলকে জানান, সকালে দোকানের মালিক লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে।
তিনি বলেন, নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন ও নাকে-মুখে রক্তের দাগ রয়েছে । ধারণা করা হচ্ছে শনিবার ভোরের দিকে দোকানের শাটার ভেঙ্গে লাশ ওখানে ফেলে যায় দুর্বৃত্তরা।
মুখ বিকৃত হয়ে যাওয়ায় লাশ শনাক্ত করা যাচ্ছে না বলে তিনি জানান।