দলীয় ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণেই সমাজে এসিড নিক্ষেপের মতো ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এসিড নিক্ষেপ অপরাধ আইন কার্যকর করে চানখারপুলের ঘটনায় জড়িতদের দ্রুত ফাঁসি দাবি করেছেন তিনি।
রাজধানীতে এসিড নিক্ষেপের শিকার শারমিন আক্তার আঁখি(২৪) ও টাঙ্গাইলে ধর্ষণের শিকার হওয়া মেয়েটিকে দেখতে গিয়ে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আঁখি ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। রাজধানীর বংশালের চানখারপুল এলাকায় তাকে কুপিয়ে জখম ও এসিড নিক্ষেপ করে শরীর ঝলসে দিয়েছে কথিত প্রেমিক মনির উদ্দিন। ১৫ জানুয়ারি সকালে চানখারপুল এলাকার একটি কাজী অফিসে এ ঘটনা ঘটে। আঁখি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
বেলা ১১টা ৫৫ মিনিটে এরশাদ আঁখিকে দেখে এসে সাংবাদিকদের বলেন, “এসিডে দগ্ধ বিভৎষ এই দৃশ্য দেখা যায় না। আমি এমন দৃশ্য দেখতে চাই না।”
সরকারের উদ্দেশে তিনি বলেন, “দলীয় ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে সমাজে এসব ঘটনা দিন দিন বাড়ছে। আমি ক্ষমতায় থাকতে আইন করেছিলাম। তখন এসিড নিক্ষেপের দায়ে ক’জনকে ফাঁসি দিয়েছিলাম। আইনের প্রয়োগ থাকলে সমাজে শান্তি থাকত। অপরাধীদের দ্রুত ফাঁসি দিন।”
সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এসব সমস্য সমাধানে তার সঙ্গে কথা বলতে যুব সমাজের প্রতি আহ্বান জানান এরশাদ।
পরে টাঙ্গাইলে ধর্ষণের শিকার হওয়া মেয়েটিকে দেখে মেডিক্যাল ত্যাগ করেন এরশা
|