আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


কমিশন পেতে রাশিয়ার সঙ্গে চুক্তি:ফারুক

সরকার কমিশন পেতে নতুন করে রাশিয়ার সঙ্গে ৮ হাজার কোটি টাকার অস্ত্র আমদানির চুক্তি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার বেলা সাড়ে ১১টা গুলশানের নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে এ কথা মন্তব্য করেন তিনি।

ফারুক বলেন, দেশের বর্তমান অবস্থার দিকে নজর না দিয়ে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের অত্যাচার, অনাচার, লুটপাট, দুর্নীতিই প্রমাণ করে জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই।

তিনি বলেন, বন্যপ্রাণী মারার স্প্রে ব্যবহার করে আমাদের যে শিক্ষককে মারা হয়েছে তার বিচার আমরা জনগণকে নিয়ে করবো।

আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের ব্যাপারে তিনি বলেন, দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তাছাড়া সরকার চাচ্ছে আমরা যাতে সংসদে না যাই, যার প্রমাণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলাকে আমলে এনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়ার অপচেষ্টা।

বর্তমানের বিচার বিভাগের সমালোচনা করে ফারুক বলেন, দলীয়করণের মাধ্যমে সরকার বিচার বিভাগকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করেছে। ক্ষমতায় টিকে থাকতে দুদককে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তিনি বলেন, গতকাল চতুর্থ জজ আদালত আমার করা ১০ কোটি টাকার মানহানী মামলা খারিজ করে দিয়েছে, পাশাপাশি মামলার তদন্ত কর্মকর্তা বলেছে- আক্রমণকারীদের মাথায় হেলম্যাট থাকায় তাদের সনাক্ত করা সম্ভব হয়নি। অথচ দেশে-বিদেশে সবাই দেখেছে আমার ওপর এবং আমার সহকর্মীদের ওপর কারা কীভাবে হামলা করেছে। তার বিচার আমি পাইনি।

তিনি আরও বলেন, এ সকারের আমলে এক হাজারেরও বেশি সীমান্তহত্যা, ১৫৭ জন গুম এবং গত তিন মাসে সারা দেশে ২৫ হাজারের বেশি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও অসৎ মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পরও তাকে একটার পর একটা মামলা দিয়ে জেলে আটক রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আশরাফ উদ্দিন মিজান।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!